Jump to content

Resolution:Recognition of Wikimedia Bangladesh/bn

From Wikimedia Foundation Governance Wiki
This page is a translated version of the page Resolution:Recognition of Wikimedia Bangladesh and the translation is 86% complete.
Outdated translations are marked like this.
প্রস্তাব সমূহ উইকিমিডিয়া বাংলাদেশের স্বীকৃতি মতামত?
এই সিদ্ধান্ত উইকিমিডিয়া বাংলাদেশকে একটি অধ্যায় হিসেবে স্বীকৃতি প্রদান করে যা ৩ অক্টোবর ২০১১ সালে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

অধ্যায় কমিটির সুপারিশ অনুযায়ী, নিশ্চিত করা হচ্ছে যে উইকিমিডিয়া বাংলাদেশের কাঠামো এবং উপবিধি ভবিষ্যৎ অধ্যায় গঠনের জন্য বর্তমান আবশ্যকতা এবং নীতিমালা পূরণ করে, এতদ্বারা মীমাংসা করা হচ্ছে যে:

একটি অধ্যায় চুক্তির স্বাক্ষর মুলতুবি থাকাকালীন, ট্রাস্টি বোর্ড আপাতত একটি উইকিমিডিয়া অধ্যায় হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করছে এবং উইকিমিডিয়া ট্রেডমার্ক ব্যবহারের অনুমতি মঞ্জুর করছে। এই অস্থায়ী স্বীকৃতি এবং অনুমতির মেয়াদ এক বছরের মধ্যে শেষ হবে যদি না একটি অধ্যায় চুক্তি স্বাক্ষরিত হয়, এই বিন্দুতে যতদিন এটি বলবৎ রয়েছে ততদিন স্বীকৃতি এবং ট্রেডমার্ক ব্যবহার চুক্তির শর্তাবলী অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। এই অস্থায়ী সময় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের বিবেচনার ভিত্তিতে বর্ধিত করা যাবে।

তথ্যসূত্র