নীতি:অস্থায়ী অ্যাকাউন্ট আইপি ঠিকানাগুলিতে উইকিমিডিয়ার প্রবেশাধিকার নীতি
এই নীতি বা পদ্ধতি উইকিমিডিয়া ফাউন্ডেশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। দয়া করে লক্ষ্য করুন যে এই নির্দেশিকাটির মূল ইংরেজি সংস্করণ এবং অনুবাদের মধ্যে অর্থ বা ব্যাখ্যাগত কোনও পার্থক্য হলে, মূল ইংরেজি সংস্করণটি অগ্রাধিকার পাবে। |
অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকার ব্যবহারকারীদের উইকিমিডিয়া প্রকল্পগুলিকে সুরক্ষিত করতে সহায়তা করে। এই প্রবেশাধিকার আইপি তথ্য সরঞ্জাম থেকে আলাদা। প্রবেশাধিকারের শর্ত হিসেবে, যেসব ব্যবহারকারী অ-সর্বজনীন ব্যক্তিগত তথ্য প্রবেশাধিকার নীতির সাথে সম্মত হননি তাঁদের নিম্নলিখিত নির্দেশিকাগুলিতে সম্মত হতে হবে।
Background
উইকিমিডিয়া প্রকল্পগুলি স্বেচ্ছাসেবক ব্যবহারকারীদের একটি বিশ্বব্যাপী সম্প্রদায়ের সহযোগিতামূলক পণ্য। উইকিমিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করে বা না করেই প্রকল্পগুলি সম্পাদনা করা যেতে পারে। যাঁরা উইকিমিডিয়া অ্যাকাউন্টে লগইন না করে সম্পাদনা করেন তাঁরা একটি অস্থায়ী অ্যাকাউন্ট ব্যবহার করেন, যার লগ-ইন পরিচয়পত্র নেই।
Purpose
উইকিমিডিয়া ফাউন্ডেশন কিছু নির্দিষ্ট লগ-ইন ব্যবহারকারীদের অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানায় প্রবেশাধিকার দেয় যাতে এই ব্যবহারকারীরা উইকিমিডিয়া ফাউন্ডেশন বা ব্যবহারকারী সম্প্রদায়-ভিত্তিক নীতিগুলির সম্ভাব্য লঙ্ঘনের প্রয়োগ বা তদন্ত করতে সক্ষম হয়। বিদ্বেষপূর্ণ ধ্বংসাত্মক কার্যকলাপ এবং স্প্যামিংয়ের বিরুদ্ধে লড়াই করতে, সকপাপেট অপব্যবহারের পরীক্ষা করতে এবং উইকিমিডিয়া প্রকল্পগুলিতে ব্যাঘাত সীমাবদ্ধ করতে এই প্রবেশাধিকার ব্যবহৃত হয়।
অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানার ব্যবহার এবং প্রকাশ
লগ-আউট হওয়া সম্পাদকদের আইপি ঠিকানায় প্রবেশাধিকার নীতি দ্বারা সীমাবদ্ধ। এটি নিশ্চিত করে যে তথ্যটি শুধুমাত্র উইকিমিডিয়া প্রকল্পগুলিতে অপব্যবহার বিরোধী কর্মপ্রবাহের জন্য ব্যবহৃত হয়। যে ব্যবহারকারীদের আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকার রয়েছে তাদের অবশ্যই সেগুলি এমন কারও সাথে শেয়ার উচিত নয় যাদের একইরকম প্রবেশাধিকারের অনুমতি নেই যদি না নিচের নির্দেশিকা অনুসারে প্রকাশ অনুমোদিত হয়।
বাইরের ব্যক্তিরা যারা আইপি ঠিকানায় প্রবেশাধিকার চাইতে পারেন তাঁরা এই তথ্য পাওয়ার জন্য এই অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে পারেন। আইপি প্রবেশাধিকারের সুবিধাপ্রাপ্ত ব্যবহারকারীদের এই বিষয়ে সচেতন থাকা উচিত এবং সন্দেহজনক প্রবেশের অনুরোধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকা উচিত।
অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানার ব্যবহার
অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানার ব্যবহার হয় শুধুমাত্র ধ্বংসাত্মক কার্যকলাপ, অপব্যবহার, স্প্যাম, হয়রানি, বিঘ্নকারী আচরণ এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন বা সম্প্রদায়ের নীতিমালার অন্যান্য লঙ্ঘনের তদন্ত বা প্রয়োগের জন্য। অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকার প্রয়োজন অনুসারে এবং গোপনীয়তা নীতির নির্দেশিকা ও প্রাসঙ্গিক প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য আরও বিধিনিষেধযুক্ত স্থানীয় নীতিমালা অনুসারে হওয়া উচিত।
রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা, সম্পাদকদের ওপর চাপ প্রয়োগ করা, অথবা বিষয়বস্তু নিয়ে বিরোধের সময় অন্য সম্পাদকের বিরুদ্ধে হুমকি হিসেবে এই প্রবেশাধিকার ব্যবহার করা উচিত নয়। একজন অস্থায়ী ব্যবহারকারীর তদন্ত করার জন্য অবশ্যই একটি বৈধ কারণ থাকতে হবে। মনে রাখবেন যে একাধিক অস্থায়ী অ্যাকাউন্ট ব্যবহার নিষিদ্ধ নয়, যতক্ষণ না সেগুলি নীতি লঙ্ঘন করে ব্যবহার করা হয় (লঙ্ঘনের উদাহরণ স্বরূপ ব্লক বা নিষেধাজ্ঞা এড়ানোর জন্য একাধিক অস্থায়ী অ্যাকাউন্ট ব্যবহার)।
যাঁদের অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানা ব্যবহার করার সুযোগ আছে তাঁরা নির্ধারণ করতে সক্ষম হবেন যে কোন আইপি ঠিকানা থেকে একটি অস্থায়ী অ্যাকাউন্ট উইকিমিডিয়া উইকিতে সম্পাদনা বা লগড থাকা অবস্থায় কর্ম সম্পাদন করেছে। এই তথ্য শুধুমাত্র অল্প সময়ের জন্য (বর্তমানে ৯০ দিন) সংরক্ষণ করা হয়, তাই এর আগে ব্যবহৃত আইপি ঠিকানাগুলি প্রকাশিত হবে না। লগ, ইতিহাস এবং সাম্প্রতিক পরিবর্তনের পাতাগুলিতে "আইপি দেখান" ক্লিক করে আইপি ঠিকানাগুলিতে প্রবেশ করা যাবে। আইপি ঠিকানাগুলি আইপি তথ্য সরঞ্জামের মাধ্যমেও পাওয়া যায়।
নিম্নলিখিত ক্রিয়াগুলি লগ করা হয়েছে:
- যখন একজন ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টের আইপি ঠিকানার প্রকাশ সক্ষম অথবা নিষ্ক্রিয় করা যাবে এমন পছন্দ গ্রহণ করেন।
- একটি অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানা প্রকাশ করা।
- একটি আইপি ঠিকানার সাথে সম্পর্কিত অস্থায়ী অ্যাকাউন্টগুলির তালিকা তৈরি করা।
প্রকাশ
এমনকি যদি কোনও ব্যবহারকারী নীতি লঙ্ঘন করেন, সম্ভব হলে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা এড়িয়ে চলুন। সরাসরি আইপি ঠিকানা প্রকাশ করার পরিবর্তে অস্থায়ী অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম ব্যবহার করুন, অথবা একই নেটওয়ার্ক/একই নেটওয়ার্ক নয় এই ধরণের তথ্য দিন।
প্রকল্পগুলি এবং অন্যান্য ব্যবহারকারীদের নিরাপদ রাখার জন্য, ব্যবহারকারীদের এখনও তৃতীয় পক্ষের কাছে অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানা প্রকাশ করতে হতে পারে। অনুমোদিত প্রকাশগুলি নিম্নলিখিত পরিস্থিতিতে সীমাবদ্ধ:
- অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকার থাকা ব্যবহারকারীরা একই প্রবেশাধিকারের ক্ষমতা থাকা অন্যান্য ব্যবহারকারীদের কাছে ব্যক্তিগতভাবে আইপি ঠিকানাগুলি প্রকাশ করতে পারেন।
- Associations between temporary accounts may be made publicly when reasonably believed to be necessary, even if based on nonpublic information. However, public disclosures of associations between temporary accounts and standard accounts may not be based on nonpublic information due to differing access policies. Public disclosures of associations based on behavioral evidence are permissible.
- When a user with access to temporary account IP addresses blocks sockpuppets or other abusive accounts, such users may issue consecutive blocks even if doing so makes incidental disclosures of connections between temporary accounts and their associated IP addresses. However, direct disclosures through block reasons are not permitted.
- যখন যুক্তিসঙ্গতভাবে প্রয়োজন বলে মনে করা হয়, তখন অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকার থাকা ব্যবহারকারীরা উপযুক্ত স্থানে আইপি ঠিকানাগুলি প্রকাশ করতে পারেন যাতে তাঁরা আমাদের ব্যবহারের শর্তাবলী, গোপনীয়তা নীতি, অথবা যে কোনো উইকিমিডিয়া ফাউন্ডেশন বা ব্যবহারকারী সম্প্রদায়-ভিত্তিক নীতির সম্ভাব্য লঙ্ঘন প্রয়োগ বা তদন্ত করতে সক্ষম হন। এই ধরনের প্রকাশের জন্য উপযুক্ত স্থানগুলির মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী অপব্যবহার সম্পর্কিত পাতাগুলি। যদি এই ধরনের প্রকাশ পরে অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে আইপি ঠিকানাটি অবিলম্বে সংশোধন করা বা মুছে ফেলা উচিত।
- যেসব ব্যবহারকারী পৃথক অ-সর্বজনীন ব্যক্তিগত তথ্য প্রবেশাধিকার নীতিতে সম্মত হয়েছেন, তাঁরা সেই নীতির অধীনে অনুমোদিত অস্থায়ী অ্যাকাউন্ট আইপি ঠিকানাও প্রকাশ করতে পারবেন।
যদি আসন্ন শারীরিক ক্ষতির ঝুঁকির কারণে অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানা প্রকাশ করার প্রয়োজন হয়, তাহলে অনুরোধের বিশদ বিবরণ সহ অবিলম্বে emergency
wikimedia.org-এ ইমেল করুন যাতে এটি সম্ভাব্য ফাউন্ডেশন প্রকাশের জন্য মূল্যায়ন করা যেতে পারে।
ব্যবহারকারীরা এই নীতির অনুমোদিত আওতার বাইরে যে কোনও আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক অনুরোধ, যার মধ্যে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি সংস্থা, আইনজীবী বা অন্যান্য তৃতীয় পক্ষের কাছ থেকে পাওয়া সমন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের আইন বিভাগে legal
wikimedia.org-তে রিপোর্ট করতে পারবেন।
প্রবেশাধিকারের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তা
শুধুমাত্র লগ-ইন করা ব্যবহারকারীদের জন্য প্রবেশাধিকার উপলব্ধ। প্রবেশাধিকার পাওয়ার জন্য, ব্যবহারকারীদের তাদের ব্যবহারকারী গোষ্ঠীর জন্য প্রযোজ্য প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে, যা নিচে বর্ণিত হয়েছে। যেসব ব্যবহারকারী বৈশ্বিক প্রবেশাধিকার এবং স্থানীয় প্রবেশাধিকার উভয়ের জন্যই যোগ্য, তাঁদের কেবল বৈশ্বিক প্রবেশাধিকারের সাথে সম্পর্কিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে।
বৈশ্বিক প্রবেশাধিকার
এই ভূমিকা পালনের জন্য কিছু বিশ্বব্যাপী ব্যবহারকারী গোষ্ঠী এবং কিছু স্থানীয় ব্যবহারকারী গোষ্ঠীর সদস্যদের তাদের সমস্ত উইকিমিডিয়া প্রকল্পে অস্থায়ী অ্যাকাউন্ট আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকার প্রয়োজন। প্রবেশাধিকারের প্রয়োজনীয়তা ব্যবহারকারী গোষ্ঠীর ওপর নির্ভর করে। যেসব ব্যবহারকারী নিচের একাধিক ব্যবহারকারী গোষ্ঠীর সদস্য, তাদের কেবল তাদের ব্যবহারকারী গোষ্ঠীর একটির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ, ন্যায়পাল গোষ্ঠী এবং অপব্যবহার ফিল্টার রক্ষণাবেক্ষণকারী ব্যবহারকারী গোষ্ঠী উভয়েরই একজন সদস্য ন্যায়পালের প্রয়োজনীয়তার মাধ্যমে স্বয়ংক্রিয় প্রবেশাধিকার পাবেন; এই ধরনের ব্যবহারকারীর প্রবেশাধিকার উভয় ভূমিকার জন্যই থাকবে।
স্টুয়ার্ড, ন্যায়পাল, ইউ৪সি, এবং কর্মী
নিম্নলিখিত বৈশ্বিক ব্যবহারকারী গোষ্ঠীর যেকোনো সদস্য ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে প্রবেশাধিকার দেওয়া হয়: স্টুয়ার্ডস, ন্যায়পাল, সর্বজনীন আচরণবিধি সমন্বয় কমিটি (ইউ৪সি), এবং কর্মীরা। স্টুয়ার্ড, ন্যায়পাল এবং ইউ৪সি সদস্যদের কাছ থেকে আশা করা হচ্ছে যে তাঁরা আইপি ঠিকানাগুলি এই নির্দেশিকা এবং অ-সর্বজনীন তথ্যে প্রবেশাধিকার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করবেন।
বৈশ্বিক সিস্টেম অপারেশন, বৈশ্বিক রোলব্যাকার এবং অপব্যবহার ফিল্টার রক্ষণাবেক্ষণকারী এবং সাহায্যকারী
বৈশ্বিক সিস্টেম অপারেশন, বৈশ্বিক রোলব্যাকার, অপব্যবহার ফিল্টার রক্ষণাবেক্ষণকারী, এবং অপব্যবহার ফিল্টার সাহায্যকারী ব্যবহারকারী গোষ্ঠীর সদস্যরা Special:GlobalPreferences-এর মাধ্যমে বিশ্বব্যাপী নির্বাচিত হতে পারবেন। এই ব্যবহারকারীদের অবশ্যই শুধুমাত্র ধ্বংসাত্মক কার্যকলাপ, অপব্যবহার, বা উইকিমিডিয়া ফাউন্ডেশন বা সম্প্রদায়ের নীতিমালার অন্যান্য লঙ্ঘনের তদন্ত বা প্রতিরোধের জন্য এই নির্দেশিকা অনুসারে আইপি ঠিকানাগুলি ব্যবহার করতে সম্মত হতে হবে। বিকল্পভাবে, এই ব্যবহারকারীরা বিশ্বব্যাপী নির্বাচিত না হবার সিদ্ধান্ত নিতে পারেন; যতক্ষণ না ব্যবহারকারীর স্বয়ংক্রিয় প্রবেশাধিকার আছে এমন বৈশ্বিক ব্যবহারকারী গোষ্ঠীর সদস্য না হন, ততক্ষণ পর্যন্ত বিশ্বব্যাপী প্রবেশাধিকার মঞ্জুর করা হবে না।
চেক-ইউজার এবং গোপনকারী
স্থানীয় চেক-ইউজার অথবা গোপনকারী ব্যবহারকারী গোষ্ঠীর সদস্য ব্যবহারকারীরা Special:GlobalPreferences এর মাধ্যমে বৈশ্বিকভাবে নির্বাচিত হতে পারবেন। এই ব্যবহারকারীদের কাছ থেকে আশা করা হচ্ছে যে তাঁরা তাঁদের আইপি ঠিকানাগুলি এই নির্দেশিকা এবং অ-সর্বজনীন তথ্যে প্রবেশাধিকার নীতি অনুসারে ব্যবহার করবেন।
স্থানীয় প্রবেশাধিকার
কিছু ব্যবহারকারীর "স্থানীয়" উইকিমিডিয়া প্রকল্পগুলিকে সুরক্ষিত রাখার জন্য অস্থায়ী অ্যাকাউন্ট আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকারের প্রয়োজন হয়। প্রবেশাধিকারের প্রয়োজনীয়তা স্থানীয় ব্যবহারকারী গোষ্ঠীর ওপর নির্ভর করে। যেসব ব্যবহারকারী নিচের একাধিক ব্যবহারকারী গোষ্ঠীর সদস্য, তাদের কেবল যে কোনো একটি ব্যবহারকারী গোষ্ঠীর প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ, স্থানীয় চেকইউজার এবং ব্যুরোক্র্যাট ব্যবহারকারী গোষ্ঠী উভয়েরই একজন সদস্য চেকইউজার প্রয়োজনীয়তার মাধ্যমে স্বয়ংক্রিয় প্রবেশাধিকার পাবেন; এই ধরনের ব্যবহারকারীর উভয় ভূমিকার জন্যই প্রবেশাধিকার থাকবে।
চেক-ইউজার এবং গোপনকারী
স্থানীয় চেক-ইউজার অথবা গোপনকারী ব্যবহারকারী গোষ্ঠীর সদস্যদের স্থানীয় প্রবেশাধিকার স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর করা হয়। এই ব্যবহারকারীদের কাছ থেকে আশা করা হচ্ছে যে তাঁরা তাঁদের আইপি ঠিকানাগুলি এই নির্দেশিকা এবং অ-সর্বজনীন তথ্যে প্রবেশাধিকার নীতি অনুসারে ব্যবহার করবেন।
প্রশাসক এবং ব্যুরোক্র্যাট
স্থানীয় প্রশাসক এবং ব্যুরোক্র্যাটরা Special:Preferences এর মাধ্যমে স্থানীয় প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন এবং এই নির্দেশিকা অনুসারে আইপি ঠিকানাগুলি ব্যবহার করতে সম্মত হতে পারেন, শুধুমাত্র ধ্বংসাত্মক কার্যকলাপ, অপব্যবহার, অথবা উইকিমিডিয়া ফাউন্ডেশন বা সম্প্রদায়ের নীতিমালার অন্যান্য লঙ্ঘনের তদন্ত বা প্রতিরোধের জন্য। বিকল্পভাবে, এই ব্যবহারকারীরা নির্বাচিত না হবার সিদ্ধান্ত নিতে পারেন; যতক্ষণ না ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় প্রবেশাধিকার আছে এমন ব্যবহারকারী গোষ্ঠীর সদস্য না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্রবেশাধিকার মঞ্জুর করা হবে না।
অন্যান্য ব্যবহারকারী
উপরোক্ত গোষ্ঠীগুলির কোনওটির সদস্য নন এমন ব্যবহারকারীদের টহল, সক পাপেট তদন্ত, অথবা উইকিমিডিয়া প্রকল্পগুলিকে সুরক্ষিত করার উদ্দেশ্যে অন্যান্য কাজে সহায়তা করার জন্য অস্থায়ী অ্যাকাউন্টগুলির আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকারের প্রয়োজন হতে পারে।
অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানায় প্রবেশ করতে, এই ব্যবহারকারীদের অবশ্যই:
- নিম্নলিখিত সমস্ত সাধারণ প্রয়োজনীয়তা পূরণ করুন:
- ব্যবহারকারীর অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরনো হতে হবে, এবং
- ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্থানীয় প্রকল্পে কমপক্ষে ৩০০টি সম্পাদনা করতে হবে।
- স্থানীয় প্রশাসক বা স্টুয়ার্ডদের কাছে একটি প্রবেশাধিকার অনুরোধ জমা দিন। এই পর্যালোচনার অংশ হিসাবে অতিরিক্ত কিছু প্রয়োজনীয়তা থাকতে পারে, যেমন:
- স্থানীয় প্রকল্পে কমপক্ষে ৬০০টি নিবন্ধ সম্পাদনা,
- পূর্ববর্তী টহল কাজের প্রমাণ দেখানো,
- সম্প্রদায় নির্বাচন প্রক্রিয়া, এবং/অথবা
- অন্য কোন প্রয়োজনীয়তা, যদি না প্রয়োজনীয়তাগুলি সাধারণ প্রয়োজনীয়তার চেয়ে কম হয়।
- স্থানীয় প্রকল্পে বিশেষ:পছন্দ-র মাধ্যমে নির্বাচন, এবং
- এই নির্দেশিকা অনুসারে আইপি ঠিকানাগুলি ব্যবহার করতে সম্মত হন, শুধুমাত্র ধ্বংসাত্মক কার্যকলাপ, অপব্যবহার, বা উইকিমিডিয়া ফাউন্ডেশন বা সম্প্রদায়ের নীতিমালার অন্যান্য লঙ্ঘনের তদন্ত বা প্রতিরোধের জন্য, এবং এই বিশেষাধিকারের সাথে সম্পর্কিত ঝুঁকি এবং দায়িত্বগুলি বুঝতে।
অস্থায়ী অ্যাকাউন্টগুলির আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকার বজায় রাখার জন্য, এই বিভাগের ব্যবহারকারীদের ৩৬৫ দিনের মধ্যে কমপক্ষে একবার স্থানীয় প্রকল্প সম্পাদনা করতে হবে অথবা লগ করা পদক্ষেপ নিতে হবে।
ন্যূনতম প্রয়োজনীয়তার ব্যতিক্রম
যদি কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্ট ওপরের মানদণ্ডগুলি পূরণ না করে, কিন্তু তবুও অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানাগুলিতে প্রবেশ করার বৈধ কারণ থাকে, এবং ইতিমধ্যেই এই অধিকার আছে এমন ব্যবহারকারীদের দ্বারা যুক্তিসঙ্গতভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়, তাহলে স্টুয়ার্ডরা উপরের মানদণ্ডগুলি পূরণ না হলেও মঞ্জুর করার জন্য অনুমোদিত।
প্রবেশাধিকার অপসারণ
যেসব ব্যবহারকারীদের উইকিমিডিয়া প্রকল্প সম্পাদনা করা থেকে সাইটব্যাপী অবরুদ্ধ করা হয়েছে, তাঁরা সেই প্রকল্পের অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকার হারাবেন।
যদি স্টুয়ার্ডরা নিশ্চিত হন যে ব্যবহারকারী অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানার অপব্যবহার করেছেন, তবে তিনি ব্যবহারকারীর প্রবেশাধিকার বন্ধ করার জন্য অনুমোদিত, অথবা স্থানীয় সম্প্রদায় ঐক্যমত্যের ভিত্তিতে অপসারণের নির্দেশ দিতে পারে। অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানাগুলি অপসারণ বা সংশোধন করার অনুরোধগুলি [[ca
wikimedia.org|স্টুয়ার্ডকে অনুরোধ/অনুমতি#প্রবেশাধিকার অপসারণ]]-এ একটি অনুরোধ জমা দিয়ে একজন স্টুয়ার্ডের কাছে আনা যেতে পারে। যখন কোনও ব্যবহারকারীর প্রবেশের অধিকার বাতিলের বিষয়ে সম্প্রদায়ের ঐক্যমত্য থাকে, তখন আলোচনার একটি লিঙ্ক প্রদান করতে হবে।
Other users who have been given the user right manually may voluntarily give up their access at any time by visiting Special:Preferences. This action is logged. If a user given the user right manually is determined to have misused temporary account IP addresses, or local community consensus dictates removal, then the users authorized to grant the right are also authorized to remove the right.
Requests for stewards to remove or amend access to temporary account IP addresses may be placed on Steward requests/Permissions#Removal of access. When there is community consensus regarding revocation of a user's access rights, a link to the discussion must be provided.
প্রয়োজনে, ca
wikimedia.org, এর মাধ্যমে ট্রাস্ট অ্যান্ড সেফটি কর্মীদের দ্বারা পর্যালোচনার অনুরোধ করা যেতে পারে এবং অফিস অ্যাকশন নীতি অনুসারে ব্যবহারকারীর প্রবেশাধিকার সরিয়ে ফেলা যেতে পারে। গোপনীয়তা নীতি লঙ্ঘনের অভিযোগগুলি ন্যায়পাল কমিশন পর্যালোচনার জন্য প্রেরণ করবে।
জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, কোন ব্যবহারকারীদের অস্থায়ী অ্যাকাউন্টের আইপি ঠিকানাগুলিতে প্রবেশাধিকার আছে তার একটি লগ রাখা হয়।
টীকা
Cite error: <ref> tag with name "access-request" defined in <references> is not used in prior text.
Cite error: <ref> tag with name "logged_action" defined in <references> is not used in prior text.
