Jump to content

সর্বজনীন আচরণবিধি/প্রয়োগ নির্দেশিকা

From Wikimedia Foundation Governance Wiki
This page is a translated version of the page Policy:Universal Code of Conduct/Enforcement guidelines and the translation is 100% complete.
উইকিমিডিয়া ফাউন্ডেশন সর্বজনীন আচরণবিধি

১. ইউসিওসি প্রয়োগ নির্দেশিকা

সম্প্রদায় ও উইকিমিডিয়া ফাউন্ডেশন কীভাবে সর্বজনীন আচরণবিধি (ইউসিওসি) এর লক্ষ্যসমূহ অর্জন করতে পারে, এই প্রয়োগ নির্দেশিকায় সেটি বিস্তারিত উল্লেখ করা হয়েছে। অন্যান্য বিষয়ের সাথে এতে ইউসিওসি বিষয়ক জ্ঞান প্রচার, এর লঙ্ঘন রোধে সক্রিয় ভূমিকা পালন, ইউসিওসি লঙ্ঘন পরবর্তী পদক্ষেপের জন্য নীতিমালা প্রস্তুতকরণ, এবং স্থানীয় প্রয়োগ কাঠামোকে সহায়তা করা অন্তর্ভুক্ত।

সমস্ত অনলাইন ও অফলাইন উইকিমিডিয়া স্থানের জন্য ইউসিওসি প্রযোজ্য। তাই ইউসিওসি প্রয়োগ একটি যৌথ কর্তব্য। আন্দোলনের বিকেন্দ্রীকরণের আদর্শের সাথে সামঞ্জস্য রেখে ইউসিওসি সর্বোচ্চ প্রাসঙ্গিক স্থানীয় পর্যায় পর্যন্ত প্রয়োগ করা উচিত।

এই প্রয়োগ নির্দেশিকাটি ইউসিওসির ন্যায়সঙ্গত ও সঙ্গতিপূর্ণ প্রয়োগের ভিত্তি প্রস্তুতের প্রচেষ্টা হিসেবে বর্তমান ও ভবিষ্যত প্রয়োগ কাঠামোর মধ্যকার মিথষ্ক্রিয়ার একটি রূপরেখা প্রদান করে।

১.১ ইউসিওসি প্রয়োগ নির্দেশিকার অনুবাদ

ইউসিওসি প্রয়োগ নির্দেশিকার মূল সংস্করণটি ইংরেজিতে উপলদ্ধ। এটি উইকিমিডিয়া প্রকল্পে ব্যবহৃত ভিন্নভিন্ন ভাষায় অনূদিত হবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন সঠিক অনুবাদ প্রস্তুতে সর্বো‌চ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে যদি অনূদিত সংস্করণ ও মূল ইংরেজি সংস্করণের ভেতর কোনো পার্থক্য পরিলক্ষিত হয়, তবে ইংরেজি সংস্করণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গৃহীত হবে।

১.২ ইউসিওসি ও ইউসিওসি প্রয়োগ নির্দেশিকা পর্যালোচনা

বোর্ড অব ট্রাস্টিজের নির্দেশনা অনুযায়ী প্রয়োগ নির্দেশিকা অনুসমর্থ‌নের এক বছর পর উইকিমিডিয়া ফাউন্ডেশন ইউসিওসি ও ইউসিওসি প্রয়োগ নির্দেশিকার ওপর সম্প্রদায়ের পরামর্শ গ্রহণ ও পর্যালোচনার আয়োজন করবে।

২. প্রতিরোধমূলক কার্যক্রম

এই অনুচ্ছেদ উইকিমিডিয়া সম্প্রদায় ও অ্যাফিলিয়েটভুক্ত ব্যক্তিদের ইউসিওসি পূর্ণাঙ্গভাবে বুঝে সেটি মেনে চলার জন্য সচেতন হবার নির্দেশনা প্রদান করে। ফলাফলস্বরূপ এই অনুচ্ছেদটি ইউসিওসি সম্পর্কে সচেতনতা তৈরি, ইউসিওসির অনুবাদ নিয়ে কাজ করবার এবং সঠিক অথবা প্রয়োজনীয় ক্ষেত্রে ইউসিওসির স্বেচ্ছাসেবী আনুগত্যের প্রচারের বিষয়ে কিছু প্রস্তাবনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

২.১ ইউসিওসির বিজ্ঞপ্তি ও নিশ্চিতকরণ

উইকিমিডিয়া প্রকল্পসমূহে অবদানকারী ও মিথষ্ক্রিয়াসম্পন্নকারী প্রত্যেকের জন্যই ইউসিওসি প্রযোজ্য। এছাড়া আনুষ্ঠানিক শারীরিক অনুষ্ঠান ও প্রাসঙ্গিক তৃতীয় পক্ষীয় প্লাটফর্মগুলোতে বৈশ্বিকভাবে উইকিমিডিয়া প্রকল্পসমূহে সহযোগিতার ক্ষেত্রে আচরণের মানদণ্ড হিসেবে এটি প্রযোজ্য হবে।

উইকিমিডিয়া ব্যবহারের শর্তাবলীতে ইউসিওসির অন্তর্ভুক্তিকরণের পরামর্শ দেয়া হচ্ছে।

সাথে নিম্নোক্ত ব্যক্তিদেরকে ইউসিওসির প্রতি আনুগত্য নিশ্চিত করতে হবে:

  • উইকিমিডিয়া ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও চুক্তিভিত্তিক কর্মী, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য, উইকিমিডিয়া অ্যাফিলিয়েট বোর্ডের সদস্য ও কর্মকর্তা।
  • কোনো উইকিমিডিয়া অ্যাফিলিয়েটের অথবা সম্ভাব্য অ্যাফিলিয়েটের (উদাহরণস্বরূপ, উইকিমিডিয়া স্পন্সরকৃত অনুষ্ঠান, দল বা গোষ্ঠী, অন উইকি বা অফ উইকি গবেষণার প্রচার এবং/অথবা সহযোগিতায় সচেষ্ট ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি, তবে এতে সীমাবদ্ধ নয়) যেকোনো প্রতিনিধি এবং
  • কোনো আয়োজনে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রেডমার্ক, উদাহরণস্বরূপ উইকিমিডিয়া ট্রেডমার্কদ্বারা ব্র্যান্ডকৃত (আয়োজনের শিরোনামে এর ব্যবহার একটি উদাহরণ হতে পারে), তবে এতে সীমাবদ্ধ নয় এবং উইকিমিডিয়া সংগঠন, সম্প্রদায় অথবা প্রকল্পের উপস্থাপনে (উদাহরণস্বরূপ উপস্থাপক কিংবা বুথ পরিচালক, তবে এতে সীমাবদ্ধ নয়) আগ্রহী ব্যক্তি।

২.১.১ ইউসিওসি বিষয়ে সচেতনতা প্রচার

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউসিওসির লিঙ্ক বা সংযোগ থাকবে:

  • ব্যবহারকারী ও অনুষ্ঠান নিবন্ধন পাতাসমূহে;
  • উইকিমিডিয়া প্রকল্পসমূহের পাদটীকায় এবং প্রস্থানকৃত বা লগড আউট ব্যবহারকারীদের সম্পাদনা নিশ্চিতকরণ পাতায় (যেখানে সঠিক এবং কারিগরিভাবে সম্ভব);
  • স্বীকৃতিপ্রাপ্ত অ্যাফিলিয়েট ও ব্যবহারকারী দলের ওয়েবসাইটসমূহের পাদটীকায়;
  • শারীরিক, দূরবর্তী ও হাইব্রিড আয়োজনসমূহে সুস্পস্টভাবে উল্লেখকৃত এবং
  • স্থানীয় প্রকল্প, অ্যাফিলিয়েট, ব্যবহারকারী দল ও অনুষ্ঠান আয়োজকদের যেখানে সঠিক বলে মনে হয়

২.২ ইউসিওসি প্রশিক্ষণের প্রস্তাবনাসমূহ

উইকিমিডিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইউফোরসি গঠন কমিটি ইউসিওসি সম্পর্কে সাধারণ ধারণা তৈরি ও এর বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ উন্নয়ন ও বাস্তবায়নে কাজ করবে। ইউসিওসির পরিপূর্ণ ধারণা প্রদানে কার্যকর বলে প্রদীয়মান হওয়ায় প্রশিক্ষণ উন্নয়নে প্রাসঙ্গিক অংশীদারদের (যার ভেতর অ্যাফিলিয়েটসমূহ, অধিভুক্তি কমিটি, মধ্যস্থতা কমিটি, স্টুয়ার্ড ও অন্যান্য উচ্চতর অধিকারধারী, ট্রাস্ট অ্যান্ড সেইফটি ও লিগাল, এবং অন্যরা অন্তর্ভুক্ত, তবে এতে সীমাবদ্ধ নয়) পরামর্শ নেয়ার জন্য প্রস্তাব জানানো হচ্ছে।

এই প্রশিক্ষণ ইউসিওসি প্রয়োগে অংশ নিতে আগ্রহী ও ইউসিওসি সম্পর্কে জানতে আগ্রহী ব্যক্তিদের জন্য আয়োজিত হবে।

পৃথক মডিউলে সাধারণ তথ্য, লঙ্ঘন চিহ্নিতকরণ ও সহায়তাপ্রদান এবং জটিল মামলাসমূহ ও আপিলকে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণটি সাজানো হবে। প্রথম ইউফোরসি গঠনের পর প্রয়োজন অনুযায়ী তাঁরা প্রশিক্ষণ মডিউল রক্ষণাবেক্ষণ ও হালনাগাদের দায়িত্বে থাকবেন।

সহজপ্রাপ্যতা নিশ্চিত করবার জন্য প্রশিক্ষণ মডিউলগুলো বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন প্লাটফর্মে উপলদ্ধ থাকবে। নিজস্ব সম্প্রদায় পর্যায়ে প্রশিক্ষণ প্রদানে আগ্রহী স্থানীয় সম্প্রদায় ও অ্যাফিলিয়েটরা প্রশিক্ষণ বাস্তবায়নে উইকিমিডিয়া ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা পাবেন। অনুবাদের জন্য সহায়তাও এর অন্তর্ভুক্ত।

মডিউল সম্পন্নকারী অংশগ্রহণকারীদের তাঁদের কাজ সকলকে জানাবার সুবিধা থাকা উচিত বলে আমরা প্রস্তাব করছি।

নিম্নোক্ত প্রশিক্ষণ সেটগুলো প্রস্তাব করা যাচ্ছে:

মডিউল ক - স্বাগতম (ইউসিওসি - সাধারণ বিষয়াবলী)

  • এই মডিউলটি ইউসিওসি ও এর প্রয়োগ বিষয়ে একটি সাধারণ ধারণা তৈরি করতে সাহায্য করবে।
  • ইউসিওসি কি, এর প্রত্যাশিত প্রয়োগ এবং লঙ্ঘন রিপোর্ট করবার জন্য উপলদ্ধ সরঞ্জামসমূহ সম্পর্কে এটি সংক্ষিপ্ত ও কার্যকর ব্যাখ্যা প্রদান করবে।

মডিউল খ - চিহ্নিতকরণ ও রিপোর্টিং (ইউসিওসি - লঙ্ঘন)

  • এই মডিউল ইউসিওসি লঙ্ঘন চিহ্নিতকরণ, রিপোর্ট করার প্রক্রিয়া বুঝতে পারা ও রিপোর্ট করবার সরঞ্জাম কীভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে মানুষের সক্ষমতা w|প্রদান করবে।
  • এতে লঙ্ঘনের ধরণসমূহ, স্থানীয় পর্যায়ে রিপোর্ট করবার উপযোগী ঘটনা চিহ্নিতকরণ, কোথায় এবং কীভাবে রিপোর্ট করতে হবে, এবং ইউসিওসি প্রক্রিয়ায় ঘটনাসমূহের সর্বোচ্চ কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত বলা থাকবে।
  • প্রয়োজনীয় ক্ষেত্রে ইউসিওসির কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন হয়রানি ও ক্ষমতার অপব্যবহার এর দিকেও প্রশিক্ষণে বিশেষভাবে আলোকপাত করা হবে।

মডিউল গ - জটিল মামলাসমূহ, আপিল (ইউসিওসি - বহুলঙ্ঘন, আপিল)

  • এই মডিউলগুলো সম্পন্ন করা ইউফোরসিতে অংশ নেবার পূর্বশর্ত হলো এবং সম্ভাব্য ইউফোরসি আবেদনকারী ও অধিকারধারীদের জন্য এটি পরামর্শকৃত।
  • মডিউলটির দুটো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলা উচিত:
    • সি১ - জটিল মামলা সামাল দেয়া (ইউসিওসি - বহুলঙ্ঘন): এটি আন্তঃউইকি ঘটনাসমূহ, দীর্ঘমেয়াদী হয়রানি, হুমকির বিশ্বাসযোগ্যতা চিহ্নিতকরণ, কার্যকর ও স্পর্শকাতর যোগাযোগ, লঙ্ঘনের শিকার ও অরক্ষিত ব্যক্তিদের নিরাপত্তা রক্ষা বিষয়ে আলোকপাত করবে
    • সি২ - আপিল পরিচালনা, মামলা সমাপ্তকরণ (ইউসিওসি - আপিল): এটি ইউসিওসি আপিল পরিচালনা সম্পর্কে আলোকপাত করবে
  • এই মডিউলগুলো প্রশিক্ষক পরিচালিত ও বাছাইকৃত প্রশিক্ষণ হিসেবে ইউফোরসি সদস্য, আবেদনকারী এবং সম্প্রদায় নির্বাচিত অ-প্রকাশ্য তথ্যে প্রবেশাধিকার নীতিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের প্রদান করা হবে
  • সম্ভাব্য ক্ষেত্রে এই প্রশিক্ষক পরিচালিত প্রশিক্ষণের সমস্ত উপাদান যেমন পৃথক মডিউল, স্লাইড, প্রশ্ন প্রভৃতি সর্বসাধারণের জন্য প্রকাশিত হবে

৩. প্রতিক্রিয়ামূলক কার্যক্রম

এই অনুচ্ছেদ ইউসিওসি লঙ্ঘনের রিপোর্ট তৈরি এবং স্থানীয় পর্যায়ে ইউসিওসি লঙ্ঘন নিয়ে কাজ করবার সময় প্রায়োগিক গঠন বিষয়ে নির্দেশনা ও নীতিমালা প্রদান করে। ফলাফলস্বরূপ অনুচ্ছেদটি রিপোর্ট প্রক্রিয়াকরণের নীতিমালা, রিপোর্ট প্রদানকারী সরঞ্জাম প্রস্তুতে প্রস্তাবনা, বিভিন্ন স্তরের লঙ্ঘনের জন্য প্রস্তাবিত প্রয়োগপদ্ধতি এবং স্থানীয় প্রায়োগিক কাঠামো সম্পর্কিত প্রস্তাবনা বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করবে।

৩.১ ইউসিওসি লঙ্ঘন ফাইলিং ও প্রক্রিয়াকরণ

নিম্নোক্ত নীতিগুলো আন্দোলনব্যাপী রিপোর্টিং‌ ব্যবস্থার জন্য আদর্শ হিসেবে কাজ করবে।

রিপোর্ট:

  • লঙ্ঘনের শিকার ব্যক্তি এবং লঙ্ঘনপ্রক্রিয়ায় অন্তর্ভুক্ত নন এমন লঙ্ঘন পর্যবেক্ষণকারী তৃতীয় পক্ষ ইউসিওসি লঙ্ঘন রিপোর্ট করতে পারা উচিত
  • অনলাইন, অফলাইন, তৃতীয় পক্ষীয় স্থান অথবা মিশ্রিত স্থানে ইউসিওসি লঙ্ঘনের ঘটনা রিপোর্টে থাকার উপযোগী হবে
  • রিপোর্ট গণপ্রকাশিত হওয়া উচিত অথবা গোপনীয়তার স্তর নিয়ন্ত্রণপূর্বক অবশ্যই প্রকাশিত হতে হবে
  • যথাযথ ঝুঁকি ও বৈধতা নিরূপণের স্বার্থে অভিযোগের বিশ্বাসযোগ্যতা ও যাচাইযোগ্যতা তদন্ত করা হবে
  • ক্রমাগতভাবে অনাস্থাভিত্তিক ও অন্যায় রিপোর্ট প্রেরণকারী ব্যবহারকারীগণ রিপোর্ট করবার অধিকারচ্যুত হবার ঝুঁকিতে পড়বেন
  • যতক্ষণ পর্যন্ত অভিযোগকারী ও অন্যদের বিপদ ও ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিস্তারিত জানার সুযোগ পাবেন
  • যদি রিপোর্ট এমন কোনো ভাষায় থাকে, যাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দক্ষ নন, তবে উইকিমিডিয়া ফাউন্ডেশন অনুবাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করবে

লঙ্ঘন প্রক্রিয়াকরণ:

  • মামলার ফলাফল লঙ্গনের সমানুপাতিক হবে
  • প্রসঙ্গ বিবেচনায় ইউসিওসির নীতিমালার সাথে সমন্বয় রেখে সব বিষয়ে অবহিত থেকে মামলার বিচারকাজ পরিচালনা করা হবে
  • প্রলম্বিত হলে অংশগ্রহণকারীদের নিয়মিত হালনাগাদ প্রদানপূর্বক মামলাসমূহ সঙ্গত সময়ের ভেতর নিষ্পত্তি করা হবে

স্বচ্ছতা:

  • সম্ভাব্য ক্ষেত্রে ইউসিওসি লঙ্ঘন প্রক্রিয়াকারী দল অ-প্রকাশযোগ্য মামলার গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রেখে সেসব মামলার একটি গণ সংগ্রহশালা তৈরি করবে
  • উইকিমিডিয়া ফাউন্ডেশন ন্যুনতম উপাত্ত সংগ্রহের নীতিমালা ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান প্রদর্শনপূর্বক ৩.২ অনুচ্ছেদে বর্ণিত কেন্দ্রীয় রিপোর্টিং‌ সরঞ্জামের ব্যবহার সম্পর্কিত সাধারণ পরিসংখ্যান প্রকাশ করবে
    • ইউসিওসি লঙ্ঘন প্রক্রিয়াকারী অন্যান্য দলগুলোকে ন্যুনতম উপাত্ত সংগ্রহের নীতিমালা ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান প্রদর্শনপূর্বক ইউসিওসি লঙ্ঘন ও রিপোর্টের একটি সাধারণ পরিসংখ্যান প্রকাশ করা করতে উৎসাহিত করা হচ্ছে

৩.১.১ মামলা প্রক্রিয়াকরণের জন্য সম্পদ সরবরাহ

স্থানীয় অনুশাসন কাঠামোগুলোর মাধ্যমে ইউসিওসির প্রয়োগকে বিভিন্নভাবে সহায়তা করা হবে। প্রয়োগ কাঠামো, অনুশাসন পদ্ধতি এবং সম্প্রদায়ের প্রাধান্যের মতো কিছু দিক বিবেচনায় সম্প্রদায় ভিন্ন কৌশল বা পদ্ধতি থেকে নিজেদের কৌশল বেছে নিতে পারে। এমন কিছু পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে:

  • নির্দিষ্ট উইকিমিডিয়া প্রকল্পের জন্য একটি মধ্যস্থতা কমিটি (আর্বকম)
  • একাধিক উইকিমিডিয়া প্রকল্পের জন্য একটি মধ্যস্থতা কমিটি
  • বিকেন্দ্রীকৃত উপায়ে উচ্চতর অধিকারধারীদের ইউসিওসির সাথে সামঞ্জস্যপূর্ণ স্থানীয় নীতিমালা প্রয়োগ
  • স্থানীয় প্রশাসক প্যানেলের মাধ্যমে নীতিমালা প্রয়োগ
  • সম্প্রদায়ের আলোচনা ও ঐক্যমত্যের ভিত্তিতে স্থানীয় অবদানকারীদের স্থানীয় নীতিমালার প্রয়োগ

ইউসিওসির সাথে সাংঘর্ষিক নয়, বর্তমানে প্রচলিত এমন উপায়ে সম্প্রদায়ের প্রয়োগ ব্যবস্থাপনা চালিয়ে যাওয়া উচিত।

৩.১.২ লঙ্ঘনের ধরণের ভিত্তিতে প্রয়োগ

অনুচ্ছেদটি বিভিন্ন ধরণের লঙ্ঘনের ও সম্ভাব্য প্রয়োগ কৌশলের একটি অসমাপ্ত তালিকা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করে।

  • যেকোনো ধরণের শারীরিক ক্ষতির হুমকিসহ লঙ্ঘন
    • উইকিমিডিয়া ট্রাস্ট অ্যান্ড সেইফটি টিম দ্বারা ব্যবস্থাপনা করা হবে
  • মামলা অথবা আইনি হুমকিজনিত লঙ্ঘন
    • মামলাসমূহ দ্রুত উইকিমিডিয়া ফাউন্ডেশন লিগ্যাল টিম এর কাছে অথবা সঠিকভাবে হুমকির ব্যাপকতা নির্ধারণে সক্ষম দক্ষ পেশাদারের কাছে উপযুক্ত ক্ষেত্রে প্রেরণ করা হবে
  • ইচ্ছের বিপরীতে ব্যক্তিগতভাবে চিহ্নিতকরণযোগ্য তথ্য প্রকাশজনিত লঙ্ঘন
    • সাধারণত সম্পাদনা গোপনের (ওভারসাইট বা এডিট সাপ্রেশন) অনুমোদনধারী ব্যবহারকারীরা ব্যবস্থাপনা করে থাকে
    • মাঝে মাঝে ট্রাস্ট অ্যান্ড সেইফটি ব্যবস্থাপনার দায়িত্ব নেয়
    • যদি এজাতীয় লঙ্ঘন আইনি বাধ্যবাধকতা তৈরি করে, তবে মামলাসমূহ দ্রুত উইকিমিডিয়া ফাউন্ডেশন লিগ্যাল টিম এর কাছে অথবা সঠিকভাবে হুমকির ব্যাপকতা নির্ধারণে সক্ষম দক্ষ পেশাদারের কাছে উপযুক্ত ক্ষেত্রে প্রেরণ করা হবে
  • অ্যাফিলিয়েট অনুশাসনজনিত লঙ্ঘন
    • অধিভুক্তি কমিটি অথবা সমমানের কাঠামো দ্বারা ব্যবস্থাপনা করা হবে
  • কারিগরি স্থানসমূহে লঙ্ঘন
    • কারিগরি আচরণবিধি কমিটি দ্বারা ব্যবস্থাপনা করা হবে
  • ইউসিওসি অনুসরণে পদ্ধতিগত ব্যর্থতা
    • ইউফোরসি কর্তৃক ব্যবস্থাপনা করা হবে
    • পদ্ধতিগত ব্যর্থতার কিছু উদাহরণের মধ্যে রয়েছে:
      • ইউসিওসি প্রয়োগে স্থানীয় সক্ষমতার অভাব
      • ইউসিওসির সাথে সাংঘর্ষিক সঙ্গত স্থানীয় সিদ্ধান্ত
      • ইউসিওসি প্রয়োগের বিরোধিতা
      • সমস্যার সমাধানে সম্পদ অথবা ইচ্ছের ঘাটতি
  • অন-উইকি ইউসিওসি লঙ্ঘন
    • একাধিক উইকিতে হওয়া ইউসিওসি লঙ্ঘন: বৈশ্বিক প্রশাসক, স্টুয়ার্ড এবং নির্দিষ্ট একটি উইকিতে ইউসিওসি লঙ্ঘন ব্যবস্থাপনাকারী সত্তা কর্তৃক অথবা ইউফোরসি কর্তৃক ব্যবস্থাপনা করা হবে
    • একটি নির্দিষ্ট উইকিতে ইউসিওসি লঙ্ঘন: ইতোমধ্যে বিদ্যমান নীতিমালা অনুযায়ী পৃথক উইকিমিডিয়া প্রকল্পগুলো ব্যবস্থাপনা করবে
      • যেখানে স্থানীয় নীতিমালার সাথে এই নীতিমালা সাংঘর্ষিক নয়, সেখানে ধ্বংসপ্রবণতার মতো সাধারণ ইউসিওসি লঙ্ঘন স্থানীয় কাঠামোর সাহায্যে স্থানীয় প্রয়োগ নির্দেশিকা অনুযায়ীই ব্যবস্থাপনা করা উচিত
  • অফ-উইকি লঙ্ঘন
    • স্থানীয় অনুশাসন সত্তা নেই এমন স্থানে অথবা দায়িত্বপ্রাপ্ত স্থানীয় স্থানীয় অনুশাসন কাঠামো কর্তৃক পুনর্নির্দেশিত মামলাসমূহের ক্ষেত্রে ইউফোরসি ব্যবস্থাপনা করবে।
    • কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক অফ-উইকি স্থানের প্রয়োগ কাঠামোকে অফ-উইকি লঙ্ঘন সম্পর্কে অবহিত করা কার্যকর পদক্ষেপ হয়ে থাকে। এটি ইতোমধ্যে বিদ্যমান স্থানীয় ও বৈশ্বিক প্রয়োগ কাঠামোকে রিপোর্ট এর ওপর কাজ করতে বাধা দেয়না।
  • শারীরিক অনুষ্ঠান ও স্থানে লঙ্ঘন
    • অধিকাংশ ক্ষেত্রেই ইতোমধ্যেই বিদ্যমান কাঠামোতে অফ-উইকি স্থানে আচরণ ও প্রয়োগ সম্পর্কিত নীতিমালা প্রদান করা থাকে, যার ভেতর বন্ধুত্বপূর্ণ পরিবেশ নীতিমালা ও সম্মেলন নীতিমালাও অন্তর্ভুক্ত
    • মামলাসমূহের ব্যবস্থাপনাকারী প্রয়োগ কাঠামো চাইলে ইউফোরসির কাছে সেগুলো প্রেরণ করতে পারবে
    • উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত আয়োজনের ক্ষেত্রে আয়োজন নীতিমালা বাস্তবায়নে ট্রাস্ট অ্যান্ড সেইফটি কাজ করবে

৩.২ রিপোর্টিং সরঞ্জামের জন্য প্রস্তাবনাসমূহ

উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক একটি কেন্দ্রীয় রিপোর্টিং ও প্রক্রিয়াকরণ সরঞ্জাম তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হবে। সরঞ্জামটির মাধ্যমে মিডিয়াউইকি হয়ে রিপোর্ট করা সম্ভব হবে। এর উদ্দেশ্য হবে ইউসিওসি লঙ্ঘন রিপোর্ট ও প্রক্রিয়াকরণের কারিগরি বাধা কমিয়ে আনা।

রিপোর্টসমূহে ব্যবস্থা গ্রহণোপযোগী প্রাসঙ্গিক তথ্য অথবা মামলার নথিকৃত রেকর্ড থাকা উচিত। একটি নির্দিষ্ট মামলার প্রক্রিয়াকরণে কারা দায়বদ্ধ থাকবে, রিপোর্টকারীর পক্ষ থেকে সে তথ্য গ্রহণ করতে রিপোর্ট ইন্টারফেসের সক্ষমতা থাকা উচিত। উদাহরণস্বরূপ নিম্নোক্ত তথ্য এতে অন্তর্ভুক্ত হতে পারে, তবে এতে সীমাবদ্ধ নয়:

  • রিপোর্টকৃত আচরণ কীভাবে ইউসিওসি লঙ্ঘন করে
  • ইউসিওসি লঙ্ঘনে কে বা কী ক্ষতিগ্রস্ত হয়েছে
  • ঘটনা সংঘটনের তারিখ ও সময়
  • ঘটনা সংঘটনের স্থান
  • ঘটনাটি ব্যবস্থাপনায় প্রয়োগকারী দলের কাজে লাগতে পারে এরকম অন্য তথ্য

সহজে ব্যবহারযোগ্যতা, গোপনীয়তা ও নিরাপত্তা, প্রক্রিয়াকরণে নমনীয়তা ও স্বচ্ছতার নীতির অধীনে সরঞ্জামটি পরিচালিত হওয়া উচিত।

ইউসিওসি প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সরঞ্জামটি ব্যবহার জরুরী নয়। যতক্ষণ পর্যন্ত মামলাসমূহ সহজে ব্যবহারযোগ্যতা, গোপনীয়তা ও নিরাপত্তা, প্রক্রিয়াকরণে নমনীয়তা ও স্বচ্ছতার নীতিতে ব্যবস্থাপনা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁদের যে সরঞ্জাম ব্যবহার করা সঠিক মনে হয়, তাঁরা সে সরঞ্জাম ব্যবহার করা চালিয়ে যেতে পারেন।

৩.৩ প্রয়োগ কাঠামোর জন্য নীতিমালা ও প্রস্তাবনা

স্থানীয় প্রয়োগ কাঠামোকে এখানে বর্ণিত নির্দেশনা অনুসারে সম্ভাব্য ক্ষেত্রে রিপোর্ট গ্রহণ ও ইউসিওসি লঙ্ঘন ব্যবস্থাপনার দায়িত্ব নিতে উৎসাহিত করা হচ্ছে। সমগ্র আন্দোলনে ইউসিওসি প্রয়োগ সামঞ্জস্যপূর্ণ রাখার স্বার্থে ইউসিওসি লঙ্ঘন ব্যবস্থাপনার সময় নিম্নোক্ত আদর্শ নীতিমালার প্রয়োগ প্রস্তাব করা হচ্ছে।

৩.৩.১ প্রক্রিয়ায় সততা

প্রয়োগ কাঠামোসমূহকে সহায়ক স্বার্থের সংঘাত বিষয়ক নীতিমালা তৈরি ও রক্ষণাবেক্ষণে উৎসাহিত করা হচ্ছে। এটি প্রশাসক অথবা অন্যদের ঘটনাতে জড়িত থাকা অবস্থায় কখন নিজেকে প্রক্রিয়া থেকে সরিয়ে নিতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করা উচিত।

সকল পক্ষেরই সাধারণভাবে ঘটনা, প্রমাণ এবং মতামতের ওপর নিজের অভিমত প্রদানের সুযোগ থাকবে। আরো তথ্য, দৃষ্টিভঙ্গি ও প্রেক্ষাপট বোঝার স্বার্থে অন্যান্যদের থেকেও মতামত আহ্বান করা যেতে পারে। গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে সেটি সীমিত করা যেতে পারে।

৩.৩.২ প্রক্রিয়ার স্বচ্ছতা

৪.১ এ বর্ণিত উদ্দেশ্য ও পরিসীমার ভেতর থেকে ইউফোরসির ইউসিওসি প্রয়োগ কার্যক্রমের কার্যকারিতা এবং আন্দোলনব্যাপী সাধারণ লঙ্ঘনের সাথে এর সম্পর্ক বিষয়ে নথি সরবরাহ করবে। এই গবেষণা পরিচালনায় তাঁদের উইকিমিডিয়া ফাউন্ডেশনের সহায়তা পাওয়া উচিত। এই নথিকরণের উদ্দেশ্য হলো ইউসিওসি প্রয়োগের সর্বোত্তম অনুশীলন প্রস্তুতে প্রয়োগ কাঠামোগুলোকে সহায়তা করা।

ইউসিওসি নীতিমালার লিখনীর সাথে সামঞ্জস্য রেখে সম্ভাব্য ক্ষেত্রে উইকিমিডিয়া প্রকল্প ও অ্যাফিলিয়েটদের নীতিমালা ও এর প্রয়োগ কৌশল বর্ণনা করে পাতা তৈরি ও রক্ষণাবেক্ষণ করবে। ইউসিওসি নীতিমালার লিখনীর সাথে সাংঘর্ষিক ইতোমধ্যে বিদ্যমান নির্দেশনা ও নীতিমালাধারী প্রকল্প ও অ্যাফিলিয়েটদের বৈশ্বিক সম্প্রদায়ের আদর্শের সাথে সামঞ্জস্য রক্ষার স্বার্থে পরিবর্তন আনয়ন বিষয়ক আলোচনা করা উচিত। নতুন স্থানীয় নীতিমালা তৈরি ও হালনাগাদ এমনভাবে করা উচিত যেন তা ইউসিওসির সাথে সাংঘর্ষিক না হয়। সম্ভাব্য নতুন নীতিমালা অথবা নির্দেশিকার বিষয়ে প্রকল্প ও অ্যাফিলিয়েটরা ইউফোরসিকে পরামর্শ চাইতে পারে।

তৃতীয় পক্ষীয় প্লাটফর্মে (উদাহরণস্বরূপ ডিসকর্ড, টেলিগ্রাম প্রভৃতি) যদি কোনো উইকিমিডিয়া সম্পর্কিত আলোচনা হয়, তবে তাতে উইকিমিডিয়ার ব্যবহারের শর্তাবলী প্রযোজ্য নাও হতে পারে। সেগুলো সেই নির্দিষ্ট ওয়েবসাইটের ব্যবহারের শর্তাবলী ও আচরণবিধি অনুযায়ী পরিচালিত হবে। তবে তৃতীয় পক্ষীয় প্লাটফর্মে হোস্টকৃত প্রাসঙ্গিক স্থানে উইকিমিডিয়ানদের আচরণ ইউসিওসি লঙ্ঘনের রিপোর্টে প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে। তৃতীয় পক্ষীয় প্লাটফর্মে হোস্টকৃত উইকিমিডিয়া সম্পর্কিত স্থানের নিয়ন্ত্রকদের (মডারেটর) তাঁদের নীতিমালায় ইউসিওসির প্রতি শ্রদ্ধাশীলতা অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করা হচ্ছে। তৃতীয় পক্ষীয় প্লাটফর্মে সর্বোত্তম অনুশীলনে উইকিমিডিয়া ফাউন্ডেশনের উৎসাহ প্রদান করা উচিত, যেন তা অন-উইকি বিরোধকে সেই তৃতীয় পক্ষীয় প্লাটফর্মে সম্প্রসারণে শকলকে নিরুৎসাহিত করে।

৩.৩.৩ আপিল

উচ্চতর অধিকারধারী কোনো ব্যক্তিবিশেষের কার্যক্রম ইউফোরসি ব্যতীত অন্যান্য স্থানীয় অথবা যৌথ প্রয়োগ কাঠামোর কাছে আপিলযোগ্য হবে। যদি তেমন কোনো প্রয়োগ কাঠামোর অস্তিত্ব না থাকে, তবে ইউফোরসির কাছে আপিল অনুমোদনযোগ্য হবে। এই আয়োজনের বাইরেও স্থানীয় সম্প্রদায়গুলো অন্য কোনো উন্নততর আধিকারধারী ব্যক্তিবিশেষের কাছে আপিলের অনুমোদন দিতে পারে।

প্রাসঙ্গিক তথ্য ও প্রশমনকারী দিক বিবেচনাপূর্বক আপিল গ্রহণ ও বিবেচনার স্বার্থে প্রয়োগ কাঠামোসমূহের আদর্শ স্থাপন করবে। এই বিবেচ্য দিকসমূহের মধ্যে রয়েছে অভিযোগের যাচাইযোগ্যতা, নিষেধাজ্ঞার দৈর্ঘ্য ও প্রভাব এবং ক্ষমতার অপপ্রয়োগ ও অন্য কোনো ব্যবস্থাগত বিষয় এবং ভবিষ্যৎ লঙ্ঘনের সম্ভাব্যতা সেখানে উপস্থিত কিনা; তবে এতে সীমাবদ্ধ নয়। সব সময় আপিল গ্রহণের নিশ্চয়তা নেই।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের লিগ্যাল ডিপার্টমেন্টের কিছু নির্দিষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা সম্ভব নয়। তবে, কিছু উইকিমিডিয়া ফাউন্ডেশন অফিস অ্যাকশন এবং সিদ্ধান্ত মামলা পর্যালোচনা কমিটি কর্তৃক পর্যালোচনাযোগ্য। যদি না আইনি প্রয়োজনে পরিবর্তন করতে হয়, এই সীমাবদ্ধতা, বিশেষত অফিস অ্যাকশন ও সিদ্ধান্ত, কিছু বিশেষ এখতিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আপিল গ্রহণ ও খারিজের ভিত্তি প্রতিষ্ঠার স্বার্থে প্রয়োগ কাঠামোসমূহের মামলা বিষয়ক জ্ঞাত দৃষ্টিভঙ্গির শরণাপন্ন হওয়া উচিত। প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের গোপনীয়তা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বার্থে সংবেদনশীলভাবে ও যত্নের সাথে তথ্যসমূহ ব্যবস্থাপনা করা উচিত।

লক্ষ্য অর্জনের জন্য আপিল পর্যালোচনার সময় প্রয়োগ কাঠামোসমূহের বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে প্রস্তাব করা হচ্ছে। এতে নিমোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে, তবে এতে সীমাবদ্ধ নয়:

  • লঙ্ঘনের তীব্রতা ও ক্ষতি
  • লঙ্ঘনের পূর্ব ইতিহাস
  • আপিলকৃত নিষেধাজ্ঞার তীব্রতা
  • লঙ্ঘন পরবর্তী সময়ের দৈর্ঘ্য
  • সরাসরি লঙ্ঘনের বিশ্লেষণ
  • সম্ভাব্য ক্ষমতার অপব্যবহার ও পদ্ধতিগত বিষয়ভিত্তিক সন্দেহ

৪. ইউসিওসি সমন্বয় কমিটি (ইউফোরসি)

সর্বজনীন আচরণবিধি সমন্বয় কমিটি (ইউফোরসি) নামে নামে একটি নতুন বৈশ্বিক কমিটি তৈরি করা হবে। এই কমিটি অন্যান্য উচ্চ স্থানীয় সিদ্ধান্ত গ্রহণকারী সত্ত্বার (উদাহরণস্বরূপ আর্বকম ও অ্যাফকম) সমস্থানীয় হবে। এর উদ্দেশ্য হবে ইউসিওসি প্রয়োগে স্থানীয় দলসমূহের পদ্ধতিগত ব্যর্থতার শেষ গন্তব্য হিসেবে ভূমিকা পালন করা। আমাদের বৈশ্বিক সম্প্রদায়ের বৈচিত্র্যময় রূপ ইউফোরসির সদস্যতার মাধ্যমে প্রতিফলিত হবে।

৪.১ উদ্দেশ্য ও ক্ষেত্র

ইউফোরসি ইউসিওসি লঙ্ঘনের রিপোর্ট পর্যবেক্ষণ করবে, এবং সঠিক ক্ষেত্রে অতিরিক্ত তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে। ইউফোরসি প্রতিনিয়ত ইউসিওসি প্রয়োগের অবস্থা পর্যবেক্ষণ ও যাচাই করতে থাকবে। এটি নিজে থেকে ইউসিওসি ও ইউসিওসি প্রয়োগ নির্দেশিকায় পরিবর্তন করতে পারবেনা, তবে উইকিমিডিয়া ফাউন্ডেশন ও সম্প্রদায়কে বিবেচনার জন্য উপযুক্ত পরিবর্তনের প্রস্তাব করতে পারবে। প্রয়োজনীয় ক্ষেত্রে ইউফোরসি উইকিমিডিয়া ফাউন্ডেশনকে মামলা ব্যবস্থাপনায় সাহায্য করবে।

ইউফোরসি:

  • প্রয়োগ নির্দেশিকায় বর্ণিত পরিস্থিতিতে অভিযোগ ও আপিল ব্যবস্থাপনা করে থাকে
  • উল্লেখিত অভিযোগ ও আপিল মীমাংসায় প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করে থাকে
  • বাধ্যতামূলক প্রশিক্ষণ উপকরণ ও অন্যান্য উপকরণের মতো ইউসিওসির সর্বোত্তম অনুশীলনে জরুরী উপকরণ প্রয়োজনীয় ক্ষেত্রে সরবরাহ করে থাকে
  • যদি প্রয়োজন হয়, সম্প্রদায়ের সদস্য ও প্রয়োগ কাঠামোসমূহের সহায়তায় ইউসিওসি ও ইউসিওসি প্রয়োগ নির্দেশিকার চূড়ান্ত ব্যাখ্যা প্রদান করে থাকে
  • ইউসিওসি প্রয়োগের কার্যকারিতা পর্যবেক্ষণ ও যাচাই করে এবং উন্নয়নে প্রস্তাবনা প্রদান করে থাকে

প্রাথমিকভাবে ইউসিওসি ও এর প্রয়োগ লঙ্ঘন করেনা এমন কোনো মামলা ইউফোরসি গ্রহণ করবেনা। প্রকট পদ্ধতিগত বিষয় ব্যতিরেকে ইউফোরসি এর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করতে পারে। অন্যান্য প্রয়োগ কাঠামোয় ইউফোরসির দায়িত্ব ৩.১.২ এ বর্ণিত হয়েছে।

৪.২ নির্বাচন, সদস্যতা ও ভূমিকাসমূহ

বৈশ্বিক সম্প্রদায় আয়োজিত বার্ষিক নির্বাচনের মাধ্যমে ভোটদাতা সদস্য নির্বাচিত হবেন। প্রার্থীরা সম্প্রদায়ের যেকোনো সদস্য হতে পারেন, যিনি অবশ্যই একই সাথে:

  • উইকিমিডিয়া ফাউন্ডেশনের অপ্রকাশযোগ্য ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকারের মানদণ্ড পূরণ করেন এবং ভবিষ্যতেও সেই মানদণ্ড পূর্ণাঙ্গভাবে মেনে চলবেন বলে নির্বাচনী বিবৃতিতে নিশ্চয়তা প্রদান করেন
  • কোনো উইকিমিডিয়া প্রকল্পে নিষেধাজ্ঞা প্রাপ্ত নন এবং কোনো আয়োজনেও নিষেধাজ্ঞাপ্রাপ্ত নন
  • ইউসিওসি মেনে চলেন
  • নির্বাচন প্রক্রিয়ার সময় নির্ধারণকৃত অন্য সকল যোগ্যতার শর্তাবলীতে উত্তীর্ণ হন

যদি ইউফোরসি মনে করে যে পদত্যাগ কিংবা সক্রিয়তাহীনতা নতুন সদস্যভুক্তির জরুরী প্রয়োজনের কারণ হয়ে দাঁড়িয়েছে, তবে তাঁরা ব্যতিক্রমী ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নির্বাচন আহ্বান করতে পারেন। এই নির্বাচন বার্ষিক নির্বাচনের অনুরূপ হবে।

ইউফোরসির সদস্য কোনো ব্যক্তির অন্য কোনো পদ (উদাহরণস্বরূপ স্থানীয় প্রশাসক, আর্বকমের সদস্য, কোনো আয়োজনের নিরাপত্তা সমন্বয়ক) থেকে পদত্যাগের প্রয়োজন নেই। তবে তাঁদের অন্য কোনো পদাধিকারের ফলস্বরূপ যদি কোনো মামলায় সরাসরি অন্তর্ভুক্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে তাঁরা মামলা ব্যবস্থাপনায় অংশ নাও নিতে পারেন। ইউফোরসির সদস্যরা অপ্রকাশযোগ্য তথ্যে প্রবেশাধিকার পাবার স্বার্থে “অপ্রকাশযোগ্য ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার নীতিমালায়” স্বাক্ষর করবেন। ইউফোরসি গঠন কমিটির ইউফোরসি সদস্যদের জন্য উপযুক্ত শর্তাবলী নির্ধারণ করা উচিত।

ইউফোরসি উপযুক্ত ক্ষেত্রে উপকমিটি তৈরি অথবা নির্দিষ্ট কাজ বা ভূমিকার জন্য ব্যক্তিবিশেষকে নিয়োজিত করতে পারেন।

উইকিমিডিয়া ফাউন্ডেশন ইউসিওসিতে সর্বোচ্চ দুজন পর্যন্ত নন-ভোটিং সদস্য নিয়োগ দিতে পারবে এবং ইচ্ছে ও প্রয়োজন অনুযায়ী সহায়তাদানকারী কর্মকর্তা নিয়োজিত করবে।

৪.৩ পদ্ধতি

ইউফোরসি কত ঘনঘন একত্রিত হবেন এবং অন্যান্য পরিচালনা পদ্ধতি কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা ইউফোরসি নিজে সিদ্ধান্ত নেবে। নিজেদের কাজের পরিধির ভেতর থাকাকালীন ইউফোরসি এর নিজস্ব কার্যপদ্ধতি তৈরি ও পরিবর্তন করতে পারবে। উপযুক্ত ক্ষেত্রে কমিটির অভীষ্ট পরিবর্তন প্রয়োগের পূর্বে সম্প্রদায়ের প্রতিক্রিয়া আহ্বান করা উচিত।

৪.৪ নীতিমালা ও নজির

ইউফোরসি নতুন নীতিমালা তৈরি করেনা এবং ইউসিওসিতে সংশোধন বা পরিবর্তন করেনা। বরং কাজের পরিধিতে বর্ণিত নিরদেশনানুযায়ী ইউফোরসি ইউসিওসি প্রয়োগ করে থাকে।

যেহেতু সম্প্রদায়ের নীতিমালা, নির্দেশিকা ও আদর্শ সময়ের সাথে বিবর্তিত হয়, যদি বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক হয়, তাহলেই কেবল পূর্ববর্তী সিদ্ধান্তসমূহ আমলে নেয়া যাবে।

৪.৫ ইউফোরসি গঠন কমিটি

ইউসিওসি প্রইয়োগ নির্দেশিকার অনুসমর্থনের পর উইকিমিডিয়া ফাউন্ডেশন একটি নিম্নোক্ত উদ্দেশ্যে গঠন কমিটি ফ্যাসিলিটেট করবে:

  • ইউফোরসির কার্যপদ্ধতি, নীতিমালা ও নজির ব্যবহার নির্ধারণ
  • ইউফোরসির অবশিষ্ট পদ্ধতির খসড়া প্রস্তুত
  • ইউফোরসি গঠনে অন্য যেকোনো প্রয়োজনে সাড়া দেয়া
  • ইউফোরসির প্রাথমিক নির্বাচন প্রক্রিয়াইয় সহায়তা করা

গঠন কমিটি স্বেচ্ছাসেবী সম্প্রদায়ের সদস্য, অ্যাফিলিয়েট কর্মকর্তা অথবা বোর্ড সদস্য এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবে।

কমিউনিটি রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির ভাইস প্রেসিডেন্ট (আনুষ্ঠানিক নাম বিধায় অনুবাদ করা হয়নি) কর্তৃক এ কমিটির সদস্যগণ নির্বাচিত হবেন। কমিটির স্বেচ্ছাসেবী সদস্যরা সম্প্রদায়ের সম্মানিত সদস্য হওয়া উচিত।

সদস্যরা আন্দোলনের বৈচিত্র্যময় প্রয়োগ পদ্ধতির প্রতিফলন করবেন এবং নীতিমালার খসড়া প্রস্তুত, উইকিমিডিয়া প্রকল্পসমূহে বিদ্যমান নীতিমালায় সম্পৃক্ততা ও সচেতনতা এবং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় (উদাহরণস্বরূপ, তবে এতে সীমাবদ্ধ নয়) অভিজ্ঞ হবেন। এর সদস্যরা আন্দোলনের বৈচিত্র্যকে প্রতিফলিত করবেন, উদাহরণস্বরূপ: ব্যবহৃত ভাষা, লিঙ্গ, বয়স, ভৌগোলিক অবস্থান এবং প্রকল্পের ধরণ, তবে এতে সীমাবদ্ধ নয়।

এই নথির অনুসমর্থন প্রক্রিয়ার অনুরূপভাবে ইউফোরসি গঠন কমিটির কাজও বৈশ্বিক কাউন্সিল অথবা সম্প্রদায় প্রক্রিয়ার মাধ্যমে অনুসমর্থিত হবে। গঠন কমিটির কার্যক্রমের ফলস্বরূপ ইউফোরসি প্রতিষ্ঠিত হবার পর গঠন কমিটির বিপুপ্ত হয়ে যাওয়া উচিত।

৫. শব্দকোষ

প্রশাসক (সিসঅপ অথবা অ্যাডমিন)
মেটাতে সংজ্ঞা দেখুন।

উচ্চতর অধিকারধারী: যেসকল ব্যবহারকারী সাধারণ সম্পাদনার অনুমতির বাইরেও প্রশাসক অধিকার ধারণ করেন এবং সাধারণত সম্প্রদায় প্রক্রিয়াইয় নির্বাচিত অথবা মধ্যস্থতা কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত হন। একটি অসম্পূর্ণ তালিকা করতে গেলে তাতে স্থানীয় সিসঅপ/প্রশাসক, কর্মী, বৈশ্বিক প্রশাসক, স্টুয়ার্ডদের অন্তর্ভুক্ত করা যায়।

অধিভুক্তি কমিটি বা অ্যাফকম
মেটাতে সংজ্ঞা দেখুন

সালিশ কমিটি বা আর্বকম
একটি দল যা বিশ্বাসযোগ্য ব্যবহারকারীদের নিয়ে গঠিত, যারা কিছু বিরোধের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী দল হিসাবে কাজ করে। প্রতিটি আর্বকমের কার্যক্ষেত্র তার কমিউনিটি দ্বারা নির্ধারিত হয়। একটি আর্বকম একাধিক প্রকল্পের জন্য কাজ করতে পারে (যেমন উইকিনিউজ এবং উইকিভয়েজ) এবং/অথবা একাধিক ভাষার জন্য। এই নির্দেশিকার উদ্দেশ্যে, এর মধ্যে রয়েছে উইকিমিডিয়া প্রযুক্তিগত স্থানগুলির জন্য আচরণবিধি কমিটি এবং প্রশাসনিক প্যানেল। মেটা-উইকিতে আর্বকমের সংজ্ঞা সম্পর্কেও দেখুন।

বাধ্যতামূলক ক্রিয়া
প্রয়োগ নির্দেশিকার খসড়া প্রণয়নকালীন খসড়া প্রস্তুতকারী কমিটি 'তৈরি করা', 'প্রস্তুত করা', 'প্রয়োগ করা', 'অবশ্যই', 'হবে' শব্দগুলোকে বাধ্যতামূলক ক্রিয়া হিসেবে বিবেচনা করেছে। প্রস্তাবিত ক্রিয়া এর সাথে তুলনা করে দেখুন।

মামলা পর্যালোচনা কমিটি
মেটাতে সংজ্ঞা দেখুন।

সম্প্রদায়: একটি প্রকল্পের সম্প্রদায়কে বোঝায়। সাধারণত ঐক্যমত্যের মাধ্যমে একটি সম্প্রদায়ের সিদ্ধান্তসমূহ নির্ধারিত হয়। আরো দেখুন: প্রকল্প আন্তঃউইকি: একাধিক উইকিতে প্রভাব বিস্তার করে অথবা একাধিক উইকিতে সংঘটিত হয়ে। আরো দেখুন: বৈশ্বিক আয়োজনের নিরাপত্তা সমন্বয়ক: কোনো একটি উইকিমিডিয়া অধিভুক্ত আয়োজনে আয়োজকদের দ্বারা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, যিনি সেই আয়োজনের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করেন। বৈশ্বিক: সমস্ত উইকিমিডিয়া প্রকল্পকে বোঝায়। উইকিমিডিয়া আন্দোলনে “বৈশ্বিক” একটি বিশেষ পারিভাষিক শব্দ, যার দ্বারা আন্দোলনব্যাপী অনুসাসন কাঠামোসমূহকে বোঝানো হয়ে থাকে। এটি সাধারণত “স্থানীয়” এর বিপরীতে ব্যবহৃত হয়ে থাকে।

বৈশ্বিক প্রশাসক
মেটাতে সংজ্ঞা দেখুন

উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামো: একটি দল, যাঁদের উপরে (উদাহরণস্বরূপ ইউফোরসি, আর্বকম, অ্যাফকম) কোনো আপিল কার্যকর নয়। বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্নরকম উচ্চপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামো থাকতে পারে। এই শব্দ দ্বারা নোটিশবোর্ডের মাধ্যমে সমন্বয়কৃত আলোচনায় অংশগ্রহণকারী কোনো ব্যবহারকারী দলকে বোঝায় না, যে আলোচনার ফলস্বরূপ সিদ্ধান্ত বেরিয়ে আসে, এমনকি যদি আলোচনার ফলাফল আপিল অযোগ্য হয়ও, তবু এই পরিভাষা দ্বারা সে ব্যবহারকারী দলকে বোঝাবে না। স্থানীয়: শুধুমাত্র একটি উইকিমিডিয়া প্রকল্প, অ্যাফিলিয়েট অথবা সংগঠনকে বোঝায়। এই শব্দ দ্বারা সাধারণত কোনো পরিস্থিতে সবথেকে কাছের ক্ষুদ্রতম অনুশাসন কাঠামোকে বোঝায়। অফ-উইকি: সাধারণত উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক হোস্টকৃত নয় এমন স্থানকে বোঝায়, যদিওবা উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যরা এতে উপস্থিত থাকেন এবং সেটি সক্রিয়ভাবে ব্যবহার করে থাকেন। অফ-উইকি স্থানের মধ্যে রয়েছে টুইটার, হোয়াটসঅ্যাপ, আইআরসি, টেলিগ্রাম, ডিসকর্ড এবং অন্যান্য। ব্যক্তিগতভাবে চিহ্নিতকরণযোগ্য তথ্য: এমন কোনো তথ্য, যেটি দ্বারা একজন নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিতকরণ সম্ভব। যেকোনো তথ্য, যার মাধ্যমে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি থেকে আলাদা করা সম্ভব এবং যেগুলো ব্যবহার করে পূর্বের বেনামী তথ্যের পরিচয় প্রকাশ করা সম্ভব সেগুলোকে ব্যক্তিগতভাবে চিহ্নিতকরণযোগ্য তথ্য বা পিআইআই বলে বিবেচনা করা হয়। প্রকল্প (উইকিমিডিয়া প্রকল্প): উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত উইকি।

প্রস্তাবিত ক্রিয়া
প্রয়োগ নির্দেশিকার খসড়া প্রণয়নকালীন খসড়া প্রস্তুতকারী কমিটি 'উৎসাহিত করা', 'করতে পারে', 'প্রস্তাব', 'পরামর্শ' এবং 'করা উচিত' শব্দগুলোকে প্রস্তাবিত ক্রিয়া হিসেবে বিবেচনা করেছে। বাধ্যতামূলক ক্রিয়া এর সাথে তুলনা করে দেখুন।

তৃতীয়পক্ষীয় প্লাটফর্মে হোস্টকৃত প্রাসঙ্গিক স্থান: উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নয়, ব্যক্তিগত উইকিসহ এমন ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা উইকিমিডিয়া সম্পর্কিত প্রকল্প সম্পর্কিত বিষয় আলোচনা করে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই উইকিমিডিয়া স্বেচ্ছাসেবী দ্বারা নিয়ন্ত্রিত।

কর্মকর্তা
আন্দোলনের কোনো একটি সংগঠনে নিয়োজিত কর্মকর্তা অথবা চুক্তিভিত্তিক কর্মী, যাঁদের কাজে উইকিমিডিয়া আন্দোলনের স্থানসমূহে (উইকিমিডিয়া আন্দোলনের কাজে ব্যবহৃত অফ উইকি প্লাটফর্মের মতো তৃতীয় পক্ষীয় স্থানও এর অন্তর্ভুক্ত) অথবা উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যদের সাথে মিথস্ক্রিয়ার প্রয়োজন হয়।

স্টুয়ার্ড
মেটাতে সংজ্ঞা দেখুন

পদ্ধতিগত বিষয় অথবা ব্যর্থতা
যে বিষয়ের কারণে কিছু মানুষের বিশেষত উচ্চতর অধিকারধারীদের অংশগ্রহণে সর্বজনীন আচরণবিধি মেনে চলায় ব্যর্থতার প্যাটার্ন দেখা দেয়।

উইকিমিডিয়া ফাউন্ডেশন অফিস অ্যাকশন নীতিমালা
নীতিমালা অথবা এর সমমানের পরবর্তী নীতিমালা।